
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ‘আপনি’ ছাড়া সম্বোধন করতেন না। গাড়িচালক বলে কখনও ছোট চোখেও দেখেননি। তিনি মহম্মদ ওসমান। অভিজ্ঞতাটা কিন্তু একদিনের নয়। দীর্ঘ ২৮ বছর গাড়ি চালিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। বৃহস্পতিবার তাঁর মৃত্যুর খবর পেয়ে আর বাড়িতে বসে থাকতে পারেননি তিনি। শেষবারের মত বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে এসেছিলেন তাঁকে দেখতে। তাঁর ভাষায়, ‘আপনি ছাড়া বুদ্ধদেব ভট্টাচার্য কখনও সম্বোধন করেননি। শেষবারও যখন দেখা হয়েছিল তখনও বলেছিলেন, ভালো থাকবেন। কখনও নাম ধরে ডাকেননি। বাবু অথবা ওসমান বাবু বলে ডেকেছেন সবসময়’। বয়সের ভারে এখন শরীর অনেকটাই ঝরে গিয়েছে ওসমানের।
২০২২ সালে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি। অসুস্থতার কারণে ঠিকমত কথা বলতে পারেন না এখন। তবে এদিন নিজের বড় ছেলে মহম্মদ জামশেদ আলিকে সঙ্গে নিয়ে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে এসেছিলেন ওসমান। জানালেন, ‘আমার খুব খারাপ লাগছে। খুব খারাপ লাগছে’। খুব বেশীক্ষণ কথা বলতে পারেননি তিনি। বাবার হয়ে জামশেদ জানালেন, ২৮ বছর বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে ছিলেন তাঁর বাবা। বুদ্ধদেবও ওসমান ছাড়া চলতে পারতেন না। ৬০০২ নম্বরের সাদা রঙের অ্যাম্বাসডর আর ওসমানকে নিয়েই রওনা দিতেন রাইটার্সের উদ্দেশে। জামশেদ বলেন, ‘২০১৬ সালে বাবা যখন অবসর নেন তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি যখন জানতে পারলেন বুদ্ধদেব ভট্টাচার্য ওসমান ছাড়া গাড়িতে বসবেন না তখন পরিবহণ দপ্তরে বলে ওসমানের চাকরির মেয়াদ বাড়িয়ে দিলেন যাতে করে ফের যাতায়াত শুরু করতে পারেন বুদ্ধদেব ভট্টাচার্য।
নিজের জীবনে সততার জন্য শুধু নিজের দলের নয় বিরোধী দলের নেতারাও শ্রদ্ধা করতেন বুদ্ধদেব ভট্টাচার্যকে। এদিন ওসমানের ছেলে জামশেদ বললেন, ‘বুদ্ধদেব ভট্টাচার্য বাবাকে একটা কথা খুব বলতেন। যেহেতু সাদা জামা পড়তেন ওসমান, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতেন সেই জামায় যেন কখনও দাগ না লাগে’। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সেই কথাটি শুধু যে নিজেই মেনেছেন ওসমান তা নয়, নিজের সন্তানদেরও শিখিয়েছেন। ওসমানের কথায়, বুদ্ধদেব ভট্টাচার্য তাঁদের কাছে একজন ‘অভিভাবক’।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী